দাজ্জাল কি ও আগমনের বিশ্ব
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRsmQGAaXT8_LsJnNHe0VR7muGZcB_YLo_bBgci-oVfDj2370ISPp5PQuFtpRI7bh0tmZrNYvqhLgoEKfvjHaNsITo1EuF04pD36H3qzwGkC1kuHjc1IeD01P4BQIKSvuI4hss0az-5IAT1QIQg3SNVs-jkLXMW3T6cdc4IdEkpwudKLrBTyjvuB9g/w554-h345/images.jpeg)
দাজ্জাল কে নিয়ে কোন কথা বলতে গেলেই আগে মাথায় আসে দাজ্জাল কি? কি তার পরিচয়? এটা আসলে কি কোন মানুষ না কি সভ্যতা? দাজ্জাল কোথায় আছেন? দাজ্জালের কাজ কি এই বিশ্বে? সে কিভাবে রাজত্ব করবে? এমন নানা ধরণের প্রশ্ন চলে আসে আমাদের মাথায়, আমার ও এসেছে তাই এই লিখা গুলো লিখলাম। উপরে যত গুলো প্রশ্ন করা হয়েছে তার সকল উত্তর গুলো একে একে চলে আসবে, দাজ্জাল শব্দের মধ্যেই একটা অন্য রকম ভবনা আছে, তবে সকল ভাবনার চেয়ে মূল আলোচনা বিষয় হলো দাজ্জাল একজন ইহুদি যুবক, আর এখন দাজ্জাল এই পৃথিবীতেই আছেন কিন্তু কোথায় আছেন তা আল্লাহ ছাড়া কেউ জানেন না। এই বিশ্বে দাজ্জাল তার শাসন প্রতিষ্ঠা করবে, পৃথিবীর সকল আধুনিক প্রযুক্তি তার নিয়ন্ত্রণে থাকবে এমন কি সকল মানুষ তার অনুগত্য করবে শুধু তারা ছাড়া যারা আল্লার প্রতি পরিপূর্ণ ইমান নিয়ে এসেছেন। দাজ্জালের এত অনুসারী কিভাবে হবে কেন হবে? দাজ্জার তার রুপে প্রকাশ করার আগেই তার অনুসারী তৈরি করবে এবং সে তার রুপে প্রকাশ করার পরে মানুষ তাকে সাধরে গ্রহণ করবে, নিঃসন্দেহে দাজ্জাল এই পৃথিবীতে সবচেয়ে বড় ফেতনা হবে, সে মানুষকে কার গন্তব্য থেকে সরিয়ে দিবে। আপনি বর্তমা...