সুখের দামে সুখ নির্ণয়
আপনার সুখের দাম কত? আপনার সুখের দাম যত কম হবে পৃথিবীতে আপনি ততো সুখী মানুষ হবেন। কিভাবে? বলছি
একটি ছোট বাচ্চা তার সুখের দাম কত?.... একটা চকলেট ১ টাকা বা ৫ টাকা, অনেক সময় সামান্য দুষ্টমিতেও বাচ্চারা সুখী হয়।
জীবনে চাওয়া পাওয়া বেশি থাকতে নেই, কারণ চাওয়া বেশি হলে তুমি ঠোকবে,চাওয়া বেশি হলে তোমার সুখের দাম বাড়বে তখন তুমি অল্প জিনিসে নিজেকে খুশি করতে পারবে না, এটাই বাস্তবতা।
একটা সময় তোমার উপরে চলে গেছে হয়তো তখন তুমি টিফিনে ৫/১০ টাকা পেলে অনেক খুশি হতে কিন্তু এখন তুমি রেস্টুরেন্টে গিয়ে হাজার টাকা বিল করেও সুখী হবে পারো না কারণ তোমার খুশি বা সুখের দাম এখন হাজার টাকার উপরে চলে গেছে।
চাওয়া পাওয়া গুলো কম হলে মানুষ মুক্ত আকাশে ডানা মেলে পাখির মত উড়তে পারে, যখন তা বেশি হয় বিপত্তি টা বাধে তখনই, নানাবিধ চিন্তা এসে মাথায় ভর করে। এভাবেই সুখের দাম বাড়তে থাকে।
당신의 행복의 가격은 얼마입니까? 행복의 가격이 낮을수록 세상에서 더 행복해질 것입니다. 어떻게? 속담 작은 아이의 행복의 가격은?.... 초콜렛은 1타카, 5타카, 때로는 작은 장난에도 아이들은 행복합니다. 더 많은 것을 원하면 만족할 것이기 때문에 인생에서 더 많은 것을 얻고 싶지 않습니다.
시간이 지나서 티핀으로 5/10 타카를 얻었을 때 매우 기뻤을지 모르지만 지금은 식당에 가서 천 타카를 지불해도 행복할 수 없습니다. 이제 천 타카를 넘어섰습니다. 요구 사항이 낮을 때 사람들은 탁 트인 하늘을 새처럼 날 수 있고, 요구 사항이 높을 때 장애물이 찾아와 다양한 생각으로 머리를 채웁니다. 이래서 행복의 가격은 계속 오르는구나.
What is the price of your happiness? The lower the price of your happiness, the happier you will be in the world. How? saying
What is the price of a small child's happiness?.... A chocolate is 1 taka or 5 taka, sometimes children are happy even with little mischief.
Don't want to get more in life, because if you want more, you will be satisfied.
A time has passed on you, maybe you were very happy when you got 5/10 taka in tiffin but now you can't be happy even if you go to a restaurant and pay a thousand taka because the price of your happiness or happiness has now gone above a thousand taka.
When the demands are low, people can fly like a bird in the open sky, when it is high, obstacles come and fill the head with various thoughts. This is how the price of happiness keeps increasing.
Comments
Post a Comment